বাংলাদেশে ‘কথায় নয়, কাজে প্রমাণ’ দেবেন আর্জেন্টাইন কোচ
দীর্ঘ ১৪ বছর পর আবার বাংলাদেশে আর্জেন্টাইন কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি। সাইফ স্পোর্টিংয়ের কোচ হয়ে ফিরেছেন তিনি। আজ (শনিবার) ভোরে ঢাকায় পৌঁছা ক্রুসিয়ানিকে দুপুরে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বাংলাদেশে ফেরার দিনে সাইফ স্পোর্টিংকে নিয়ে নিজের লক্ষ্যের কথা ‘পরিচয়’ পর্বেই জানিয়ে গেছেন ৫৫ বছর বয়সী কোচ।
২০০৫ সালে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন ক্রুসিয়ানি। ওই বছরই পাকিস্তানের করাচিতে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রানার্স-আপ হয়েছিল তার অধীনে। পরের বছর এএফসি চ্যালেঞ্জ কাপে ব্যর্থতার কারণে চাকরি হারাতে হয়। যদিও দেশের অন্যতম শীর্ষ দল আবাহনী লিমিটেডের হয়ে ডাগ আউটে দাঁড়ানোর সুযোগ হয়েছিল। সেখানেও বেশি সময় থাকা হয়নি। এরপর মালদ্বীপ জাতীয় দলের দায়িত্ব নিয়ে ঢাকা ছাড়েন এই আর্জেন্টাইন।এবার বাংলাদেশে নতুন দলের দায়িত্ব নিয়ে ফিরেছেন। এসেই ঘরোয়া ফুটবলে ভালো কিছু করার ঘোষণা দিয়েছেন সাইফের নতুন কোচ। ঢাকায় অনেকদিন পর এসে রোমাঞ্চিত এই আর্জেন্টাইন, ‘সাফল্য পাওয়া এত সহজ নয়। শিরোপা জেতা অনেক বড় চ্যালেঞ্জিং কাজ। সব কোচই দারুণ দারুণ সব কথা বলেন। তবে আমি কথার কথা বলতে চাই না। কাজে প্রমাণ দেখাতে চাই। আমি যতটুকু দেখেছি সাইফের দলটি ভালো। দলে ভালোমানের খেলোয়াড় আছে। চেষ্টা করবো ভালো কিছু করার।’
কোচ নিয়োগের পাশাপাশি আর্জেন্টাইন ফিটনেস ট্রেনারও নিয়োগ দিয়েছে ক্লাবটি। ক্রুসিয়ানির সঙ্গে এসেছে ট্রেনার এজিকেল রোজার্স। সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী বলেছেন, ‘এই বছর আমরা দেশি-বিদেশি মিলে সবচেয়ে সেরা দল গঠন করেছি। আর্জেন্টাইন কোচ আগেও আমাদের এখানে কাজ করেছেন। আশা করছি, তার হাত ধরে দল সাফল্য পাবে। কোচের সঙ্গে চুক্তি আপাতত এক বছরের। আমাদের সঙ্গে যদি ভালো কিছু হয়, তাহলে নিশ্চিতভাবেই চুক্তির মেয়াদ বেড়ে যাবে। কেবল এক বছরের নয়, দুই-তিন বছরের বা দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে’
ক্রুসিয়ানির আগে মালদ্বীপের মোহামেদ নিজাম, ক্রোয়েশিয়ান দ্রাগো মামিচ, বেলিজয়ান পল পুট, ইংল্যান্ডের স্টুয়ার্ট হল ও স্থানীয় জুলফিকার মাহমুদ মিন্টু সাইফের ডাগ আউটে দাঁড়িয়েছেন।