সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

বাংলাদেশের সামনে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি

ভয়েসবাংলা প্রতিবেদক / ৯৭ বার
আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

বাংলাদেশের সামনে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। সিরিজ নির্ধারণী ম্যাচটি সেঞ্চুরিয়নে হওয়াতেই আত্মবিশ্বাসী লাল-সবুজ জার্সিধারীরা। দক্ষিণ আফ্রিকায় চলমান সিরিজের আগে তিনবার সফরে গিয়েছিল। প্রতিবারই ব্যর্থতা সঙ্গী করে দেশে ফিরতে হয়েছিল।

এবার প্রেক্ষাপট ভিন্ন। সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে তামিম ইকবালরা। অবশ্য জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচ হেরে স্বাগতিকরা সমতায় ফিরেছে। আগামীকাল (বুধবার) সেঞ্চুরিয়নের তৃতীয় ও শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। ম্যাচটি জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী লাল-সবুজ জার্সিধারীরা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা মেহেদী হাসান মিরাজ এমনটাই জানিয়ে গেছেন।

অলিখিত ফাইনাল নিয়ে মিরাজ বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা জিতেছি, খুব ভালো ক্রিকেট খেলেছি। দ্বিতীয় ম্যাচে আমরা সবাই দেখেছি, উইকেটের আচরণ ওইরকম ছিল না। উইকেট ভালো থাকলে হয়তো আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম। এখনও সুযোগ আছে সিরিজ জেতার। চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার। আমরা যে রকম দলীয় খেলা খেলি, তেমন খেলতে পারলে জেতা কঠিন কিছু নয়।’

তবে মিরাজ মনে করেন, জিততে গেলে সেঞ্চুরিয়নে রান করতে হবে, ‘ওয়ানডে ক্রিকেটে রান খুব গুরুত্বপূর্ণ। ২০০ রান করে জেতা সম্ভব নয়, বিশেষ করে ওদের মাটিতে। আমরা যদি ভালো একটা স্কোর গড়ি, তাহলে জেতাটা সহজ হয়ে যায়। সবশেষ উইকেট (দ্বিতীয় ম্যাচ) রান করার মতো ছিল না। অসমান বাউন্স ছিল, বল উঁচু-নিচু হচ্ছিল। এটা ব্যাটারদের জন্য অনেক কঠিন। এখানকার (সেঞ্চুরিয়ন) উইকেট খুবই ভালো। আমরা আত্মবিশ্বাসী আছি।’

সঙ্গে যোগ করেছেন, ‘এখনও আমরা ম্যাচের ভেতরেই আছি। আমরা একটা জিতেছি, ওরা একটা। যেহেতু প্রথম ম্যাচ আমরা এখানে জিতেছি, আত্মবিশ্বাস সবারই ভালো আছে। রানটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই বলেছি, আমরা যদি রান করতে পারি, বোলারদের জন্য সহজ হয়ে যায়। সবসময় আমরা খেলায় থাকবো।’

ম্যাচের ফল নিয়ে না ভেবে প্রক্রিয়াগুলো ঠিকঠাকভাবে বাস্তবায়ন করতে চান মিরাজ, ‘ফলাফল কিন্তু আমাদের হাতে নয়। আমরা প্রক্রিয়া অনুযায়ী খেলতে পারি। আমরা যদি এখনই ফল নিয়ে চিন্তা করি যে সিরিজ জিতবো বা কী হবে, না হবে, তাহলে আমাদের জন্য কঠিন হবে। আমরা যেটা করতে পারি, মাঠে ভালো ক্রিকেট খেলতে পারি, বোলাররা ভালো বোলিং করতে পারি, ব্যাটাররা রান করতে পারি। দিনশেষে আমাদের পক্ষে থাকলে, সবাই ভালো ক্রিকেট খেললে, ম্যাচটা জিততে পারি।’

সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচের প্রথম স্পেলে প্রোটিয়া ব্যাটারদের বিপক্ষে ভালো করতে পারেননি মিরাজ। যদিও দ্বিতীয় স্পেলে দারুণ বোলিং করে দ্রুত ৪ উইকেট তুলে নেন এই অফ স্পিনার। জোহানেসবার্গে তো বাংলাদেশের কোনও বোলারই পাত্তা পায়নি। বুধবারের ম্যাচে নিজের বোলিং নিয়ে মিরাজ বলেছেন, বোলিংয়ে সবসময় আমি চেষ্টা করি রান বাঁচাতে। উইকেট অনেক ভালো থাকে (ব্যাটিংয়ের জন্য), হয়তো আমার বলে চান্স নিয়ে রান বাড়াতে চায়। আমি ওইভাবেই পরিকল্পনা করছি। আমার কোচের সঙ্গে কথা বলছি যে কীভাবে করলে ভালো হবে, কীভাবে মাঠ সাজিয়ে করলে ভালো হবে। কারণ ওরা দুই ম্যাচে আমাকেই চান্স দিচ্ছে রান বের করার জন্য। আমি ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর