শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

বছরের প্রথম অধিবেশন বসছে ১৬ জানুয়ারি

ভয়েসবাংলা প্রতিবেদক / ২৯৪ বার
আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

আগামী ১৬ জানুয়ারি জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশন বসছে। এটি চলমান একাদশ সংসদের ষোড়শ অধিবেশন। বছরের প্রথমে অধিবেশনটি শীতকালীন অধিবেশন নামেও পরিচিত। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন বিকাল চারটায় সংসদের বৈঠক আহ্বান করেছেন বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের উপ-সচিব নাজমুল হক।

বছরের প্রথম অধিবেশনে সংবিধানের বিধান অনুযায়ী সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির ভাষণের ওপর তাকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব তোলা হবে। প্রায় পুরো অধিবেশন জুড়ে ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যর। রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদন দেয়।

গত ২৮ নভেম্বর সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, মহামারিকালের অন্যান্য অধিবেশনের মতো শুরু হতে যাওয়া অধিবেশনটিও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিস্তারের আশঙ্কায় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপও আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর