বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

বঙ্গবন্ধুর মতো নেতা মানবসভ্যতার ইতিহাসে বিরল: তথ্যমন্ত্রী

ভয়েসবাংলা প্রতিবেদক / ৭৯ বার
আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর মতো নেতা বিশ্ব ইতিহাসে তো বটেই, মানবসভ্যতার ইতিহাসেও বিরল। যার ডাকে লাখ লাখ মানুষ যুদ্ধে নেমেছিল, যে মানুষটি হ্যামিলনের বংশীবাদকের মতো মানুষকে উদ্দীপ্ত করে ৫ হাজার বছরের ইতিহাসে বাঙালির জন্য প্রথম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন।

বুধবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক স্মৃতিচারণ সভায় তিনি এ কথা বলেন। জাতীয় পার্টি (জেপি) এই সভার আয়োজন করে।

ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ইতিহাসে কালিমালেপন করেছে। পঁচাত্তরে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখন এই হত্যার বেনিফিশিয়ারি যেসব দলের উদ্ভব ঘটেছিল, তারা আমাদের বলতো—এই হত্যাকাণ্ডের কোনও বিচার হবে না। এমনকি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকেও দেশে ফেরার পর তারা বলেছিল, বঙ্গবন্ধু হত্যার বিচার চাইলে কখনও ক্ষমতায় যেতে পারবেন না। তিনি আপস করেননি। আজকে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, রায়ও কার্যকর হয়েছে।

সভাপতির বক্তব্যে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বঙ্গবন্ধু একজন সার্থক জাতীয়তাবাদী নেতা। খুব কম জাতীয়তাবাদী নেতা একটি জাতিরাষ্ট্র গঠন করতে সক্ষম হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর