প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি: এবার আলালের ক্ষমাপ্রার্থনা
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির জন্য ভারতে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মোয়াজ্জেম হোসেন আলালের ক্ষমা চাওয়ার একটি বার্তা গণমাধ্যামে পাঠিয়েছেন।
দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমিতো ভুলের ঊর্ধ্বে নই। তাই বলছি কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন অনুভূতিতে, তাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। একইসঙ্গে ওই বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ।
গক কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীকে নিয়ে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের একটি ভিডিও বক্তব্য ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। তার এই বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে ঢাকার শাহবাগ থানাসহ দেশের বিভিন্ন থানায় মামলাও হয়েছে।