মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন

প্রতিমন্ত্রী মুরাদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে

ভয়েসবাংলা প্রতিবেদক / ১০৯ বার
আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, মঙ্গলবার সন্ধ্যায় পদত্যাগপত্রের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তবে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা কার্যকর হবে। এর আগে বিকেল তিনটার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিবের কাছে জমা দেন।

বিতর্কিত ও অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এদিন সকালেই পদত্যাগপত্র মন্ত্রণালয়ে পাঠান মুরাদ হাসান।

একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রতিমন্ত্রী পদে মুরাদ হাসানের অব্যাহতির বিষয়টি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, মুরাদ হাসানকে দল থেকেও অব্যাহতি দেওয়া হতে পারে। এরইমধ্যে তাকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর