বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

‘পুষ্পা’র নতুন শুটিং: উত্থানের পর এবার রাজত্ব

ভয়েসবাংলা প্রতিবেদক / ২৪০ বার
আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

‘পুষ্পা: দ্য রাইজ’র তোলপাড়ের পর এবার আসছে তার দ্বিতীয় কিস্তি। যদিও প্রথম ছবিতে এটার ইঙ্গিত ছিল। তবে কর্তৃপক্ষের মুখ ছিল একেবারে বন্ধ। এবার জানা গেলো, শুরু হচ্ছে এর নতুন কাজ।

শুটিং হবে ২২ আগস্ট থেকে। নামটা ‘পুষ্পা: দ্য রুল’। বরাবরের মতোই এতে থাকছেন আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা। এখানে তাদের উত্থানের গল্প বলা হবে। পুরো রাজত্ব পরিচালনা করবেন আল্লু। ছবিটির পরিচালক সুকুমার।

এদিকে, গত ২৯ জুলাই নতুনভাবে এসেছিলেন আল্লু। তার হাতে ধরা সিগার, সাদাকালো চুল, চেহারায় রহস্যের গন্ধ। তখনই সন্দেহ জাগে, শুরু হচ্ছে ‘পুষ্পা’র দ্বিতীয় কিস্তি? পরে জানা গেলো তাই-ই। তবে একটা নয়, এই ছবিতে দু’রকম সাজে দেখা যাবে নায়ককে। তাই বেশ কিছু দিন ধরেই চলছে নায়কের ওপর পরীক্ষা-নিরীক্ষা। শরীরের ট্যাটু, কানের রিং, পোশাক- নানাভাবেই সাজিয়ে দেখা হচ্ছে নায়ককে।

লাল চন্দনের গাছের ব্যবসা নিয়ে ছবি ‘পুষ্পা’। যা দক্ষিণ ভারত থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়। ছবিটির প্রথম পর্বে একজন শ্রমিক থেকে এই সিন্ডিকেটের মূল নেতা হয়ে ওঠেন পুষ্পা ওরফে আল্লু অর্জুন। গোল বাধে স্থানীয় পুলিশ কর্তার সঙ্গেই। তাদের দ্বৈরথ দেখা যাবে দ্বিতীয় পর্বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর