চলতি মাসে বার্সেলোনার সঙ্গে চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। এর কিছু দিন পর অনুশীলন শুরু করেন। কোপা আমেরিকার পর থেকে মাঠের বাইরে থাকায় ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে মাঠে নামানো নিয়ে তাড়াহুড়ো নেই পচেত্তিনোর।
কিন্তু পিএসজি সমর্থকদের যে তর সইছে না সময়ের সেরা ফুটবলারকে নিজ দলের হয়ে খেলতে দেখার জন্য। ইতোমধ্যে শেষও হয়ে গেছে ব্রেস্তের বিপক্ষে তাদের শুক্রবারের ম্যাচের সব টিকেট।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পচেত্তিনোকে প্রশ্ন করা হয়েছিল মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচ নিয়ে। লিগে পরবর্তী ম্যাচের স্কোয়াডে মেসি থাকছেন কি না, ৪৯ বছর বয়সী কোচ পরিষ্কার করে কিছুই বলেননি!
“মেসি স্কোয়াডে থাকবে কিনা, সেটা আমরা পর্যালোচনা করছি।…মেসি কি করতে পারে, তা সবাই জানে, আমরা ইতোমধ্যেই জানি তার উপস্থিতি কি প্রতিনিধিত্ব করে। সবকিছু ইতিবাচক আছে, দলের পরিবেশ খুব ভালো এবং সে খুব দ্রুত মানিয়ে নিয়েছে।”
সংবাদ সম্মেলনে পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। ছবি: পিএসজি
তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের পিএসজি ভবিষ্যৎ নিয়ে চারদিকে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ বাকি আছে আর ১২ মাস। সংবাদমাধ্যমে জোর গুঞ্জন, গ্রীষ্মকালীন দলবদল শেষ হওয়ার আগেই রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন এমবাপে। পচেত্তিনো নিশ্চিত করেছেন, এই মৌসুমে পিএসজিতেই থাকছেন ফরাসি তারকা।“আমি তাকে খুব অনুপ্রাণিত দেখছি। কিলিয়ান আমাদের খেলোয়াড় এবং আমি এই মৌসুমে তাকে এখানেই দেখছি।” লিগ ওয়ানে প্রথম দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে তিনে আছে পিএসজি।