বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

পারমাণবিক শক্তিধর হওয়ার চেষ্টা করছে ইউক্রেন: রাশিয়ার

ভয়েসবাংলা প্রতিবেদক / ২০১ বার
আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠার চেষ্টার অভিযোগ করেছে রাশিয়া। মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে যুক্ত হয়ে এমন অভিযোগ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। এটি একটি ‘সত্যিকারের বিপদ’, যার জন্য রাশিয়ার প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন রয়েছে। নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে দেওয়া ভিডিও ভাষণে সের্গেই ল্যাভরভ বলেন, ‘কিয়েভের কর্তৃপক্ষ তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র অর্জনের পরিকল্পনার নিয়ে বিপজ্জনক খেলা শুরু করেছে। এর মধ্য দিয়ে জেলেনস্কির শাসন প্রতিবেশী দেশগুলোর এবং সাধারণভাবে আন্তর্জাতিক নিরাপত্তার বিপদ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলেছে। তিনি বলেন, ইউক্রেনের কাছে এখনও সোভিয়েত পারমাণবিক প্রযুক্তি এবং এই ধরনের অস্ত্র সরবরাহের সুযোগ রয়েছে। আমরা এই প্রকৃত বিপদের প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হতে পারি না। ওয়াশিংটনকে ইউরোপ থেকে তার পারমাণবিক অস্ত্র সরিয়ে নেওয়ারও আহ্বান জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর