পাকিস্তানে পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি
পাকিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এবার দৃশ্যপটে হাজির দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট কর্তৃক পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। রবিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র আলভি এ তথ্য জানিয়েছেন। খবর ডন
প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো আদালতের আদেশের আওতায় আসবে। উমর আতা বন্দিয়াল তিনি বলেন, এটি একটি জরুরি বিষয়। সোমবার শুনানির দিন ধার্য করা হয়েছে। সব রাজনৈতিক দল এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের নোটিশ জারি করা হয়েছে।
এর আগে বিরোধীদের পক্ষ থেকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রেসিডেন্টের ঘোষণাকে অসাংবিধানিক দাবি করে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, তার দল নির্বাচনের জন্য প্রস্তুত। একইসঙ্গে তাদের আইনি দল একটি পিটিশন নিয়ে কাজ করছে। তারা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবে। কারণ, দেশের সংবিধান সমুন্নত রাখার বাধ্যবাধকতা আদালতের রয়েছে।