পলাতক’ কনক সারোয়ারের বোন নুসরাত আটক
রাজধানীর উত্তরা এলাকা থেকে নুসরাত শাহরিন রাকা নামের এক নারীকে আটক করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী অপতৎপরতার অভিযোগে র্যাব তাকে আটক করে। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত উপস্থাপক কনক সারোয়ারের বোন। কনক সারোয়ারও যুক্তরাষ্ট্রে পলাতক অবস্থা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত।
সোমবার রাতে নুসরাতকে আটক করা হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী অপতৎপরতার অভিযোগে তার মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সূত্র জানায়, বিদেশে পলাতক অবস্থায় সাংবাদিক এবং টিভি উপস্থাপক কনক সারোয়ার দীর্ঘদিন ধরে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। দেশে বেশকিছু দিন কারাবন্দি ছিলেন। জামিনে জেল থেকে বেরিয়ে তিনি বিদেশে পালিয়ে যান। এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। বিদেশে বসে তিনি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত।