সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

পঞ্চম ধাপের ইউপিতে আ. লীগকে ছাড়িয়ে গেলেন স্বতন্ত্র প্রার্থীরা

ভয়েসবাংলা প্রতিবেদক / ২৬৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগকে ছাড়িয়ে গেলেন স্বতন্ত্র প্রার্থীরা। অবশ্য স্বতন্ত্রদের বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

বুধবার অনুষ্ঠিত ৭০৮টি ইউপির মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৬৯২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর ফলাফল সমন্বয় করেছে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে ৩৪১ জন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ৩৪৬ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে চারটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি অংশগ্রহণ করেনি। এ নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (খেজুর গাছ) দুজন, জাতীয় পার্টির (লাঙ্গল) ২ জন ও বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল) একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর