সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন

দ্বিতীয়বারের ড্রয়ে মেসি-নেইমারদের মুখোমুখি রিয়াল

ভয়েসবাংলা প্রতিবেদক / ৩০৯ বার
আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের পর মেসি-রোনালদো দ্বৈরথ দেখার অপেক্ষায় যখন ফুটবলপ্রেমীরা যখন উৎপুল্ল, ঠিক তখনই সব ভেস্তে দিল উয়েফা। ভুলের কারণে বাতিল করা হলো প্রথমে করা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। মঙ্গলবার সুইজারল্যান্ডের নিয়ন শহরে দ্বিতীয় দফায় করা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৫, ১৬, ২২ ও ২৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় লেগ হবে ৮, ৯, ১৫ ও ১৬ মার্চ। দ্বিতীয়বারের ড্রয়ে সবচেয়ে বেশি কপাল পুড়েছে রিয়াল মাদ্রিদের। প্রথমাবস্থায় সহজ প্রতিপক্ষ হিসেবে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে পেলেও দ্বিতীয়বারের ড্রয়ে প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদ পেয়েছে ফরাসি জায়ান্ট পিএসজিকে। তারকায় ভরা এ ক্লাবে রয়েছেন লস ব্লাঙ্কোস শিবিরের সাবেক অধিনায়ক সের্হিও রামোস। প্রথমবারের মতো নিজের সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

প্রথম ড্রয়ে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ আতলেটিকোকে পেলেও দ্বিতীয়বারের ড্রয়ে সহজ প্রতিপক্ষ রেড বুল সালজবুর্গকে পাচ্ছে ছয়বারের চ্যাম্পিয়ন্স বায়ার্ন মিউনিখ। ক্রিস্টিয়ানো রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেড মেসির ক্লাবের জায়গায় পেয়েছে আতলেটিকো মাদ্রিদকে। তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি লড়বে স্পোর্টিং লিসবনের বিপক্ষে।

রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে ভয়ে থাকলেও এবার বেনফিকা আয়াক্সকে পেয়ে কিছুটা স্বস্তি পাবে। বর্তমান চ্যাম্পিয়ন্স চেলসির অবশ্য ভাগ্য বদলায়নি। আগের মতো ফরাসি ক্লাব লিলের বিপক্ষে লড়বে কন্তে-সিলভারা। রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাস লড়বে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বিপক্ষে। উড়তে থাকা লিভারপুল এবার পেল ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে।

একনজরে চ্যাম্পিয়নস লিগের পরিবর্তিত শেষ ষোলো:

  • রেড বুল সালজবুর্গ–বায়ার্ন মিউনিখ
  • স্পোর্টিং লিসবন–ম্যানচেস্টার সিটি
  • বেনফিকা–আয়াক্স
  • চেলসি–লিল
  • আতলেতিকো মাদ্রিদ–ম্যানচেস্টার ইউনাইটেড
  • ভিয়ারিয়াল–জুভেন্টাস
  • ইন্টার মিলান–লিভারপুল
  • পিএসজি–রিয়াল মাদ্রিদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর