শিরোনাম :
দেশ ছাড়লেন ডা. মুরাদ হাসান
সংসদ সদস্য ডা. মুরাদ হাসান দেশত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে রজনীগন্ধা লাউঞ্জে অপেক্ষমান ছিলেন তিনি। রাত ১১টা ২০ মিনিটের দিকে এমিরেটসের ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও ফ্লাইটটি ছেড়ে যায় রাত ১টার দিকে। দুবাই হয়ে কানাডা যাবেন তিনি। বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারান ডা. মুরাদ হাসান। সূত্র জানায়, কানাডা যেতে টিকিট কেটেছেন তিনি। একই ফ্লাইটের অন্যান্য যাত্রীদের করোনা পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় ফ্লাইটটি দেরিতে ছেড়ে যায়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর