দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন
ভারতের জাতীয় পুরস্কার, পদ্মসম্মানে ভূষিত হয়েছেন আগেই, এবার সম্মানজনক দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামী ৮ অক্টোবর ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অভিনেতার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
অশ্বিনী বৈষ্ণব লিখেছেন, ‘মিঠুন দার অসাধারণ সিনেমাটিক সফর সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা। কিংবদন্তি অভিনেতাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেকশন জুরি। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান রয়েছে।
বাংলা, হিন্দিসহ ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মিঠুন। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে মিঠুন চক্রবর্তীর। এরপর গত চার দশকে বিভিন্ন ভাষার, বিভিন্ন ঘরানার সিনেমায় দেখা যায় এই বাঙালি অভিনেতাকে।
গত কিছুদিন অসুস্থতা বারবার ভুগিয়েছে তাঁকে, তবু অভিনয় ছাড়েননি। মিঠুন অভিনীত নতুন সিনেমা ‘শাস্ত্রী’। এই বাংলা সিনেমাটি দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় আছে।