দশ ট্রাক অস্ত্র সম্পর্কে জানতো বিএনপি সরকারের হাইকমান্ড: আ.লীগ
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম থেকে ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান আটক করা হয়। বহুল আলোচিত ওই ঘটনা নিয়ে এতদিনে পানি গড়িয়েছে বহুদূর। এবার ঘটনাটি নিয়ে ফেসবুকে দলের ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে সামনে এনেছে আওয়ামী লীগ।
শনিবার রাতে আপলোড করা পোস্টটির শিরোনাম করা হয়—’দশ ট্রাক অস্ত্র সম্পর্কে জানতো বিএনপি সরকারের মন্ত্রীরা ও তাদের হাইকমান্ড: ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া’।
এতে বলা হয়েছে, ‘২০০৪ সালে চট্টগ্রামে জব্দ দশ ট্রাক অস্ত্র সম্পর্কে জানতো সেই সময়ের বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা। ‘হবিগঞ্জ, হালুয়াঘাট, শ্রীমঙ্গল এবং ঝিনাইগাতীর বিভিন্ন এলাকায় উলফার ক্যাম্প গড়ায় বিএনপি-জামায়াত সরকারের নীরব সমর্থন ছিল। পোস্টটি বাংলার পাশাপাশি ইংরেজিতে আপলোড করা হয়েছে, যার সঙ্গে বেসরকারি টেলিভিশন একাত্তরের একটি ভিডিও প্রতিবেদনও যুক্ত করা হয়।