আরিচা ঘাট থেকে কিংবা সাভার-মানিকগঞ্জ থেকে যে সব গাড়ি রাজধানীতে ঢুকছে সেগুলোর সব সিটে যাত্রী বসা। এছাড়া বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। বাসগুলোতে ভাড়া নেওয়া হচ্ছে দ্বিগুণ আবার যাত্রীও নেয়া হচ্ছে সব সিটে। তাছাড়া অনেকে ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে করে রাজধানীতে আসছেন। যাতায়াতে ভোগান্তির শেষ নেই তাদের।
পাবনা থেকে আরিচা ঘাট পর্যন্ত ট্রাকে এসেছেন ইলিয়াস হোসেন। আরিচা ঘাট পার হয়ে সেলফি পরিবহনে এসেছেন গাবতলী। তিনি জানান, অন্য সময় ঘাট থেকে গাবতলী পর্যন্ত আসতে ১০০ টাকা লাগতো। আজ লেগেছে ২০০ টাকা। তার উপর বাসের সব সিটে ছিলো যাত্রী।
দুই সিটে একজন যাত্রী বসার কথা থাকলেও মানছেন না কেন‑ এমন প্রশ্নের জবাবে প্রত্যয় পরিবহনের চালক আলম দোষ চাপান যাত্রীদের উপর। তিনি বলেন, যাত্রীরা যদি ওঠে তাহলে আমি কি করবো।
এছাড়া দূরপাল্লার যেসব পরিবহন গাবতলী দিয়ে রাজধানীতে ঢুকতে দেখা গেছে, সেগুলোর অধিকাংশ বাসে দুই সিটে একজন যাত্রী পরিবহন করতে দেখা যাচ্ছে।