সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতি

রিপোর্টার / ১৩৬ বার
আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। রবিবার (১ আগস্ট) ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার হতে টাঙ্গাইলের রাবনা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পোহাচ্ছেন কর্মস্থলে ফেরা মানুষ।

সরেজমিন দেখা যায়, মহাসড়কের রাবনা, বেথইর, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি ও এলেঙ্গাতে ঢাকামুখী যানবাহনের দীর্ঘ চাপ রয়েছে।

এ বিষয়ে জানতে মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন ধরেননি।

ভোগান্তির যেন শেষ নেই

আরিচা ঘাট থেকে কিংবা সাভার-মানিকগঞ্জ থেকে যে সব গাড়ি রাজধানীতে ঢুকছে সেগুলোর সব সিটে যাত্রী বসা। এছাড়া বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। বাসগুলোতে ভাড়া নেওয়া হচ্ছে দ্বিগুণ আবার যাত্রীও নেয়া হচ্ছে সব সিটে। তাছাড়া অনেকে ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে করে রাজধানীতে আসছেন। যাতায়াতে ভোগান্তির শেষ নেই তাদের।

রংপুর থেকে শামীম রাজধানীতে এসেছেন পিকআপ ভ্যানে করে । তিনি জানান, মেসেজ দেওয়া হয়েছে আজ গার্মেন্টস খোলা, কাজে যোগ দেওয়ার জন্য। তবে যোগ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তবে তিনি জানান, কাজে যোগ না দিলে তো আমাদের অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। সেজন্য কষ্ট হলেও ভোগান্তি মাথায় রেখে বেশি ভাড়া দিয়ে আসতে বাধ্য হয়েছি।

পাবনা থেকে আরিচা ঘাট পর্যন্ত ট্রাকে এসেছেন ইলিয়াস হোসেন। আরিচা ঘাট পার হয়ে সেলফি পরিবহনে এসেছেন গাবতলী। তিনি জানান, অন্য সময় ঘাট থেকে গাবতলী পর্যন্ত আসতে ১০০ টাকা লাগতো। আজ লেগেছে ২০০ টাকা। তার উপর বাসের সব সিটে ছিলো যাত্রী।

দুই সিটে একজন যাত্রী বসার কথা থাকলেও মানছেন না কেন‑ এমন প্রশ্নের জবাবে প্রত্যয় পরিবহনের চালক আলম দোষ চাপান যাত্রীদের উপর। তিনি বলেন, যাত্রীরা যদি ওঠে তাহলে আমি কি করবো।

এছাড়া দূরপাল্লার যেসব পরিবহন গাবতলী দিয়ে রাজধানীতে ঢুকতে দেখা গেছে, সেগুলোর অধিকাংশ বাসে দুই সিটে একজন যাত্রী পরিবহন করতে দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর