বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলী

ভয়েস বাংলা প্রতিবেদক / ৪৮ বার
আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশে আসছেন ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বিদায়ী বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী। আগামীকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন তিনি।

বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সৌরভ গাঙ্গুলী ওই দিন রাজধানীর একটি হোটেলে বিকেল ৩টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ‘মেয়র কাপ’ সিজন-৩ এর লগো ও ট্রফি উন্মোচন করবেন। আগামী মার্চে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন ক্রিকেট, ফুটবল ও ভলিবলে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সৌরভের। সফরসঙ্গী হিসেবে থাকছেন সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর