শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

টিপকাণ্ড: অভিযুক্ত কনস্টেবল ‘সাসপেন্ড’

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৯৫ বার
আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

টিপ পরা নিয়ে শিক্ষিকাকে হেনস্তা করার ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে সাসপেন্ড (বরখাস্ত) করা হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, সংবাদ মাধ্যমে খবরটি যেভাবে আসছে তাতে পুলিশের তদন্ত নিয়ে শতভাগ বিশ্বাসযোগ্যতা যেন থাকে ও গাফিলতির অভিযোগ না উঠে সেজন্য ওই অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড (বরখাস্ত) করা হয়েছে। ঘটনার সঠিক তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, ঘটনার অভিযোগ উঠার পর থেকেই পুলিশ গুরুত্ব সহকারে জোড়ালো তদন্ত ও অভিযুক্ত শনাক্ত করেছে। পুলিশ তদন্তে আন্তরিক, গাফিলতির সুযোগ নেই এটা ইতোমধ্যে প্রমাণিত। তবে যিনি ঘটনা সম্পর্কে অভিযোগ করেছেন তাকে প্রমাণ করতে হবে। আমাদের তদন্ত কমিটি হয়েছে। কমিটি তদন্ত করছে। অভিযোগকারীকে অভিযোগের ব্যাপারে প্রমাণ করতে হবে আসলে ঘটনা ঘটেছে এবং পুলিশ সদস্য ঘটনায় জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর