শিরোনাম :
জয় বাংলা স্লোগানে আওয়াজ কই: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভার্চুয়ালি যুক্ত নেতাকর্মীরা স্লোগানের উত্তরে ক্ষীণ স্বরে ‘জয় বাংলা’ বললে শেখ হাসিনা বলেন, আওয়াজ কই। এরপর তিনি আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিলে নেতাকর্মীরা জোরে ‘জয় বাংলা’ বললে তিনি হাততালি দিয়ে বলেন, ‘এই তো’। এখন থেকে আর বাংলাদেশ চিরজীবী হোক বলা লাগবে না, “জয় বাংলা” বললেই হবে।
সভায় প্রধানমন্ত্রী বলেন, যেকোনও সংগ্রাম বৃথা যায় না। যদি সততার সঙ্গে এগিয়ে যাওয়া যায়, যেকোনও অর্জন সম্ভব। সেই অর্জন করতে পেরেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে গেলে একটা শ্রেণি তার বিরোধিতা করে, ষড়যন্ত্রে লিপ্ত হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর