জায়েদ খানকে শপথ করালেন ইলিয়াস কাঞ্চন
অবশেষে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের মতো শপথ বাক্য পাঠ করলেন জায়েদ খান। তাকে এই শপথ করালেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
বিএফডিসি প্রাঙ্গণে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এই শপথ অনুষ্ঠান হয়। এ সময় আরও শপথ নেন মিশা-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস।
গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সাধারণ সম্পাদক পদ নিয়ে নানা বিতর্কে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। গত ২ মার্চ শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেন হাইকোর্ট। যদিও এই রায়ের বিরুদ্ধে এরমধ্যে আপিল করেছেন নিপুণ।