শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন

জাতীয় শোক দিবসে ভূমি অফিসে ওঠেনি পতাকা

রিপোর্টার / ১৬২ বার
আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। অথচ বিধি অনুযায়ী, জাতীয় শোক দিবসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার কথা।

রবিবার (১৫ আগস্ট) দুপুর ৩টার দিকে সদর ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিন দেখা যায়, ওই ভূমি অফিসে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা।

এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন অফিসের লোকজন আসার পর পতাকা উত্তোলন করেন। তারা বিকালের দিকে পতাকা নামিয়ে চলে যান। তবে আজকে পতাকা উত্তোলন করতে দেখেননি তারা।

এ বিষয়ে সদর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. আয়েন উদ্দিন ফকির বলেন, ‘সকাল থেকেই আমার অফিসে উত্তোলন করা ছিল পতাকা। তবে ভুলবশত পিয়ন ৩টার দিকে পতাকা নামিয়ে রাখেন। তাকে আবার বলে দিচ্ছি পতাকা উত্তোলন করার জন্য।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ্জামান খান বলেন, ‘এ বিষয়ে শোকজ করা হবে।’

এ বিষয়ে কথা বলতে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর