শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

জলবায়ু সংকট, মানবযুদ্ধে কাউকে পেছনে রাখা যাবে না’

রিপোর্টার / ১৭২ বার
আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১

 দুর্যোগের সময় আমরা কাউকে পেছনে ফেলতে পারি না। নারী শিশু এবং প্রতিবন্ধী মানুষদেরকে সবসময় আমাদের সামনের সারিতে রাখতে হবে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিশ্ব মানবিক দিবস উপলক্ষে ব্র্যাক হিউম্যনিটেরিয়ান প্রোগ্রাম আয়োজিত ওয়েবিনারে একথা বলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত।  তিনি বলেন, আমি যদি নোয়াখালি কিংবা দক্ষিণাঞ্চলে থাকি এবং ৬,৭ কিংবা ১০ নম্বর সিগনাল দিল, এবং আমার পাশে যদি দৃষ্টি প্রতিবন্ধী কিংবা একজন প্র্রতিবন্ধী ব্যক্তি থাকে আমরা কীভাবে আশ্রয় কেন্দ্রে যাব যাদের হাঁটতে সমস্যা, যাদের চোখে সমস্যা কিংবা যারা যে কোনো ধরনের প্রতিবন্ধী ব্যক্তি তাদের দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। যারা অসমর্থ, তাদের দিকে যত্নশীল হতে হবে, আর তাদের পেছনে ফেলে রাখা যাবে না।

ব্র্যাক হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামের পরিচালক সাজেদুল হাসান বলেন, মানবিক কার্যক্রম পরিচালনার জন্য ব্র্যাক একটি গ্লোবাল হিউম্যানিটেরিয়ান স্ট্রাটেজি তৈরি করেছে। এই স্ট্রাটে জিতে কোন কোন দুর্যোগে কীভাবে কাজ করবো, আমাদের লক্ষ্য কী- সব লেখা আছে। তিনি জানান, বাংলাদেশ এবং অন্যান্য দেশের জন্য ব্র্যাকের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করা আছে- যেখানে সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়গুলোর উল্লেখ আছে। সারা বিশ্বে ব্র্যাক তাদের কর্মীদের এই বিষয়ে প্রশিক্ষণও দিচ্ছে। যদি বড় কোনো দুর্যোগ আসে, ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিম একটা স্পেশালাইজড বাহিনী হিসেবে কাজ করবে।ক্লাইমেট চেঞ্জ কর্মসূচি প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান জানিয়েছেন, প্রকৃতি এবং জলবায়ুর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো এখনও আমরা বুঝে উঠতে পারি না। তবে এর মোকাবেলায় ব্র্যাক হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামের কার্যক্রমে অনেক নতুনত্ব রয়েছে । এগুলো  সময়োপযোগী এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে।  ব্র্যাক হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামের কর্মসূচি প্রধান ইমামুল আজম শাহী্র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রোগ্রামের এরিয়া ডিরেক্টর হাসিনা আখতার, আইডিপি কর্মসূচি প্রধান শ্যাম সুন্দর সাহা, বাবলী সুরাইয়া, পারুল আক্তার ও রমেশ মিস্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর