চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়ায় দ. আফ্রিকা
রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ নৌমহড়ায় অংশ নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পশ্চিমাদের সমালোচনার মধ্যেই ভারত মহাসাগরের দক্ষিণ আফ্রিকা উপকূলে এই মহড়া শুরু হয়েছে।
দশ দিনব্যাপী এই মহড়া চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ মহড়ার মধ্য দিয়ে তিন মহাদেশের তিন শক্তিশালী দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। তবে মহড়ায় প্রিটোরিয়ার অংশগ্রহণকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতি সমর্থন হিসেবে দেখছে পশ্চিমা দেশগুলো। আগামী সপ্তাহে ইউক্রেনে রুশ অভিযানের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি এ অভিযান শুরু করে মস্কো। যৌথ এ নৌমহড়ার আনুষ্ঠানিক নাম ‘মোশি ২’। দক্ষিণ আফ্রিকার সোয়ানা ভাষায় শব্দ মোশি অর্থ ধোঁয়া। এই মহড়ায় দক্ষিণ আফ্রিকার একটি নৌবহরের পাশাপাশি ৩৫০ সেনা অংশ নিয়েছে বলে জানিয়েছে সাউথ আফ্রিকান ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এসএএনডিএফ)। এ মহড়ায় নিজেদের জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী অ্যাডমিরাল গোরশকোভ যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। – এএফপি