গত ২১ মার্চ ১৩২ আরোহী নিয়ে চীনে বিমান দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে নিহতদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন। মঙ্গলবার (২২ মার্চ) পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ চীনের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ১৩২ আরোহীর মৃত্যুর ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।
বার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী নিহতদের শোকসন্ত্বপ্ত পরিবারের প্রতি দেশবাসীর পক্ষ থেকেও গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরীক্ষিত ও কৌশলগত অংশীদার হিসেবে এ দুর্যোগের সময় চীনের প্রতি বাংলাদেশ সংহতি প্রকাশ করছে বলেও জানানো হয় শোকবার্তায়।