সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

ঘূর্ণিঝড়ে ফিলিপাইনে দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃত্যু ২০৮

ভয়েসবাংলা ডেস্ক / ১১০ বার
আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’-এর তাণ্ডবের পর দীর্ঘ হচ্ছে লাশের সারি। সোমবার দেশটির পুলিশ বিভাগ জানিয়েছে মৃতের সংখ্যা পৌঁছেছে ২০৮ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অর্ধশত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

চলতি বছরের ১৫তম ঘূর্ণিঝড় ছিল ‘রাই’। গত বৃহস্পতিবার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিয়ারগাও দ্বীপে প্রবল শক্তি নিয়ে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এটি ক্যাটাগরি পাঁচ মাত্রার ঘূর্ণিঝড়ের সমতুল্য।

শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বহু অবকাঠামো। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুতের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযান চরমভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই জরুরি বিভাগের কর্মীরা উদ্ধারকাজে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্গত এলাকায় খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার।

phili 2ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা

যেসব এলাকা বন্যায় প্লাবিত, সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেককে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বহু বাড়ি-ঘর বিধ্বস্ত হওয়ায় আশ্রয়হীন অনেকে। সরকারের প্রাথমিক হিসেব অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪২ লাখ মার্কিন ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর