বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

গ্রামের বাড়িতে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদের প্রথম জানাজা

ভয়েসবাংলা প্রতিবেদক / ১০১ বার
আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের প্রথম জানাজা আজ শনিবার তার নিজ জন্মভূমি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা ২৫ মিনিটে সাহাবুদ্দিন আহমেদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

সাবেক সাহাবুদ্দিন আহমেদের ভাতিজা সোহরাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল ৩টার দিকে হেলিকপ্টারে করে সাহাবুদ্দিন আহমেদের মরদেহ পেমই গ্রামে নিয়ে আসা হয়। এরপর এখানে প্রথম জানাজা শেষে আবারও মরদেহটি ঢাকায় নিয়ে যাওয়া হবে। মহামান্য রাষ্ট্রপতির জানাযায় ইমামতি করেন মাওলানা শহিদুল ইসলাম।

এর আগে, রাষ্ট্রপতিকে গার্ড অব অর্নার দেয়া হয়। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় সংসদ, উপজেলা আওয়ামী লীগের নেতা, কেন্দুয়া পৌরসভার মেয়রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর