গুলজার আহমেদকে পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনয়ন দিলেন ইমরান খান
প্রেসিডেন্ট কর্তৃক পার্লামেন্ট ভেঙে দেওয়ার একদিনের মাথায় সোমবার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদকে এ পদের জন্য মনোনীত করেছেন তিনি। ইমরান খানের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডন
প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে লেখা চিঠিতে এই মনোনয়নের কথা জানিয়েছেন ইমরান খান। চিঠিতে তিনি লিখেছেন, ‘তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করছি।
পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেন, সাবেক বিচারপতি গুলজার আহমেদের মনোনয়নের বিষয়ে পিটিআইয়ের মূল কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। ওই বৈঠকের পরই প্রধানমন্ত্রী ইমরান খান তাকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন।
পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে সংবিধানের ২২৪ অনুচ্ছেদ অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করতে প্রধানমন্ত্রী ইমরান খান এবং বিরোধী নেতা শেহবাজ শরিফকে চিঠি দেওয়া হয়েছে। এরপরই সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদকে মনোনয়ন দেওয়ার কথা জানান ইমরান খান। প্রেসিডেন্টের কাছে পাঠানো চিঠিতেও নিজের মতামত জানিয়েছেন তিনি। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কারও নিয়োগ চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত ইমরান খানই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের দফতর।
এদিকে ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানে ‘সিভিলিয়ান মার্শাল ল’ জারির অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ। সোমবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। শাহবাজ শরিফ বলেন, ইমরান খান ও তার দলের নেতারা পাকিস্তানের সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন।