শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

খায়রুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েসবাংলা প্রতিবেদক / ১১৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশের অনুরোধে সাবেক রাষ্ট্রদূত এম খায়রুজ্জামানকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার সংবাদপত্র দি স্টার।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) তিনি বলেন, প্রক্রিয়া মেনে রাষ্ট্রদূতকে গ্রেফতার করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বুধবার খায়রুজ্জামানকে গ্রেফতার করা হয়। তিনি ১০ বছরের বেশি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। ১৯৭৫ সালের জাতীয় চার নেতা হত্যা মামলায় জড়িত সন্দেহে সাবেক সেনা কর্মকর্তা খায়রুজ্জামান অভিযুক্ত ছিলেন।

১৯৭৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি পাওয়ার পরে তিনি মিসর, ফিলিপাইন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাকে অবসরে পাঠানো এবং গ্রেফতার করা হয়। ২০০৩ সালে বিএনপি সরকারের আমলে তিনি চাকরিতে মহাপরিচালক হিসেবে পুনর্বহাল হন। পরের বছর নির্দোষ বলে আদালত রায় দেন। ২০০৫ সালে তিনি মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। পরে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মালয়েশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে ডেকে পাঠানো হলে তিনি বিপদ আঁচ করতে পেরে কুয়ালালামপুরে জাতিসংঘ উদ্বাস্তু কার্ড সংগ্রহ করেন এবং ওই সময় থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর