বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে তার অবসরের আদেশ হয়।
এতে বলা হয়, “চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল।”
কারও সরকারি চাকরির বয়স ২৫ বছর হলে তিনি অবসর নিতে পারেন, যা চাকরি আইনের ৪৪ নম্বর ধারায় উল্লেখ রয়েছে।
তবে ওমর ফারুকের ক্ষেত্রে যে ৪৫ ধারার প্রয়োগ করা হয়েছে, তাতে বলা হচ্ছে, “কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।”
কী কারণে ওমর ফারুককে অবসরে পাঠানো হল, তা জানা যায়নি।
উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত একই আদেশে পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহিমকেও একইভাবে অবসরে পাঠানো হয়েছে।
আবদুর রহিম খাগড়াছড়ি ষষ্ঠ আর্মড পুলিশ ব্যাটালিয়নে অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন।