সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

ক্রয় ক্ষমতার তুলনায় দ্রব্যের দাম বাড়েনি: তথ্যমন্ত্রী

ভয়েসবাংলা প্রতিবেদক / ২৪২ বার
আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষের ক্রয় ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় দ্রব্যের দাম বাড়েনি। শুধু বাংলাদেশে নয়, যুদ্ধের কারণে পৃথিবীর সব দেশেই দাম বেড়েছে। বিএনপি দ্রব্যমূল্য নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য সমালোচনা করছে।

মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় প্রেসক্লাব আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘স্বাধীনতার ৫০ বছরে সাংবাদিকতায় নারী’ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাকসুর প্রথম নারী ভিপি মাহফুজা চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) মাইনুল আলম, আশরাফ আলী, মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী, বাংলাদেশ সারী কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ সিদ্দিকী সোমা প্রমুখ। ক্লাবের সেমিনার উপকমিটির আহ্বায়ক আইয়ূব ভূইয়ার সঞ্চালনায় স্বাধীনতার ৫০ বছর: সাংবাদিকতায় নারী’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপনা করেন সা্ংবাদিক মাহফুজা জেসমিন। অনুষ্ঠানে ডাকসুর প্রথম নারী ভিপি মাহফুজা চৌধুরীর হাতে নারী দিবসের বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

যুদ্ধের কারণেই বিশ্বে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, কয়েক দিন ধরে দেখছি, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীররা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কথা বলছেন। যুদ্ধের কারণে দ্রব্যমূল্য পুরো পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশেও যে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পায়নি তা কিন্তু নয়; কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, নারীর উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে সেটা আজ দৃশ্যমান। গত ১৩ বছরে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। তুরস্কের চেয়ে আমাদের দেশের নারীরা কোনও অংশে পিছিয়ে নেই। বাংলাদেশে সচিব, ডিসি, এসপি, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ সব কর্মক্ষেত্রেই নারী আছেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন হয়েছে, তা পৃথিবীতে একটা উদাহরণ। নারীর উন্নয়ন অগ্রগতির মধ্যেই দেশের উন্নয়ন হয়। নারী ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। পাকিস্তানের চেয়ে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে আছে শুধু তা নয়, নারীদের অধিকার ও ক্ষমতায়নেও এগিয়ে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর