কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন উইলিয়াম সামোই রুটো (৫৫)। সোমবার নির্বাচন কমিশন তাকে পূর্ব আফ্রিকার দেশটির পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কেনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ইলেক্টোরাল অ্যান্ড বাউন্ডারি কমিশনারস-এর প্রধান ওয়াফুলা চেবুকাতি। তিনি বলেন, রুটো মোট ভোটের ৫০.৪৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭১ লাখ ৭৬ হাজার ১৪১। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ৭৭ বছরের সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা পেয়েছেন ৪৮ দশমিক ৮৫ শতাংশ ভোট। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৬৯ লাখ ৪২ হাজার ৯৩০।
উইলিয়াম সামোই রুটো কেনিয়ার বিদায়ী প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গে গত ১০ বছর ধরে ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে জয়ের পর এক টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, কেনিয়ার মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই যে, আমি একটি স্বচ্ছ, উন্মুক্ত ও গণতান্ত্রিক সরকার পরিচালনা করবো।