শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

কিয়েভ ঘিরে তুমুল লড়াই

ভয়েসবাংলা প্রতিবেদক / ২০১ বার
আপডেট : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

রাতভর অবিরাম বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। দেশজুড়ে বিভিন্ন স্থানে তীব্র লড়াই চললেও রাজধানীতে শোনা গেছে বড় বড় বিস্ফোরণ। শনিবার সকালে আরও তীব্র হয়েছে সেই সংঘাত। কিয়েভের ময়দান চত্বরের কাছে শোনা গেছে বড় বিস্ফোরণের শব্দ। এছাড়া শহরের ট্রয়েশ্চিনা এলাকার কাছেও একাধিক বড় বিস্ফোরণ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের অভ্যন্তরে কামানের গোলার শব্দ কয়েক মাইল দূর থেকেই শোনা যাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শহরের চিড়িয়াখানার কাছে ৫০টিরও বেশি বিস্ফোরণ এবং মেশিন গানের তীব্র গুলি ছোড়ার শব্দ শোনা গেছে।

ফক্স নিউজের বিদেশি প্রতিনিধি ট্রে ইংস্ট জানিয়েছেন, এই মুহূর্তে একাধিক দিক দিয়ে রাজধানী কিয়েভে হামলা চলছে।

রাজধানী কিয়েভের ট্রয়েশ্চিনা এলাকার কাছে সিএইচপি-৬ বিদ্যুৎকেন্দ্রের কাছে লড়াই চলছে। দেশটির বিশেষ সেবা বিভাগ জানিয়েছে, শহরের বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটাতেই এই হামলা চালানো হচ্ছে। কিয়েভের পেরেমোহি এলাকার কাছে ভাঙা গাড়ি এবং আগুন জ্বলতে দেখা গেছে। ভাসিলকিভ বিমান ঘাঁটির কাছে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কিয়েভে হামলা চালাতে এই বিমান ঘাঁটিটি ব্যবহার করতে চায় রুশ প্যারাট্রুপাররা। ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, কৃষ্ণ সাগরের মাইকোলেইভ শহরে রুশ হামলা সফলভাবে প্রতিহত করা গেছে। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর