কিয়েভের সঙ্গে আলোচনায় প্রতিনিধি পাঠাতে প্রস্তুত মস্কো: ক্রেমলিন
কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে বেলারুশের রাজধানী মিনস্কে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার বিষয়টি জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে আমরা আলোচনার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট প্রশাসনের প্রতিনিধি পাঠাতে প্রস্তুত।
এর আগে এক ভিডিও বার্তায় পুতিনকে চলমান সংঘাতে মানুষ হত্যা বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সংকট সমাধানে মিনস্ক উভয় পক্ষকে প্রয়োজনীয় সহায়তা করবে বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সেন্ডার লুকাশেঙ্কো।
একই দিন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, আলোচনা যেকোনও সময় শুরু হতে পারে, তবে এর জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র রেখে দিতে হবে। রুশ বাহিনী যখন কিয়েভ দখলের দ্বারপ্রান্তে তখনই নতুন করে আলোচনার কথা উঠলো। রাজধানী কিয়েভ দখলে নিতে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে রুশ যোদ্ধাদের। সূত্র: স্পুটনিক।