কর্মহীন পরিবারপ্রতি মাসে ১০ হাজার টাকা দিন: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘ভালো নেই করোনায় কর্মহীন পরিবারের কয়েক কোটি মানুষ। তাই সরকারিভাবে পরিবারপ্রতি মাসে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া জরুরি হয়ে পড়েছে। অর্থ সংকটে দিশেহারা মানুষের হাহাকার কমাতে হবে।’
রবিবার (৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জিএম কাদের এ দাবি জানান।
বিবৃতিতে কাদের বলেন, বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী করোনাকালে নতুন করে প্রায় আড়াই কোটি মানুষের জীবনযাত্রা দারিদ্রসীমার নিচে নেমে গেছে। আগে থেকে আরও অন্তত সাড়ে তিন কোটি মানুষের বসবাস দারিদ্রসীমার নিচে।
জিএম কাদের বলেন, ‘যাদের টাকায় প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকার বাজেট পাশ হয়েছে সংসদে, তাদের অবস্থা শোচনীয়। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, পরিবারপ্রতি মাসে ১০ হাজার টাকা অর্থসহায়তা দিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’
তিনি জানান, স্বচ্ছভাবে ২ কোটি পরিবারের মধ্যে এই অর্থ বণ্টন করলে দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে। এতে প্রতি মাসে দেশের খরচ হবে ২০ হাজার কোটি টাকা।