বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন

করোনায় আজ কোনও মৃত্যু নেই

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৬২ বার
আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

করোনায় এখন মৃত্যুহার শূণের কোঠায়। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭৮ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৭ হাজার ৯৪৬ জন। মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯০ জন। এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮৯১টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১০৭টি। এখন পর্যন্ত এক কোটি ৭ লাখ ৬ হাজার ৬৬২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর