কঠোর ‘লকডাউন’: অষ্টম দিনে রাজধানীর চিত্র
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের অষ্টম দিন চলছে আজ। বিধিনিষেধ শেষ হবে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত।
শুক্রবার (৩০ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় লকডাউন ও শুক্রবার থাকায় রাজধানীর সড়কে অনেকটাই যানবাহন শূন্য। রাস্তাঘাটে মানুষের চলাচল ও কম। তবে প্রতিদিনের মতো আজও সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, রাস্তায় গাড়ি চলাচল রয়েছে কম।
করোনা ভাইরাস সংক্রমণের সরকার ঘোষিত লকডাউনে যানবাহন কম থাকায় রাজধানীর প্রবেশপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অনেককে পায়ে হেঁটে শহরে প্রবেশ করতে দেখা গেছে।
২. নিউমার্কেটের ব্যস্ততম ফুটওভার ব্রিজটি জনশূন্য।
৩. দেশের বিভিন্ন জেলা থেকে আশা করোনা রোগীরা ভিড় করছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
৪. মালিবাগ মৌচাক ফ্লাইওভারের চিত্র।
৫. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিত্র।
৬. কঠোর লকডাউন এ সড়কে চলছে ট্রাক কভার ভ্যান অ্যাম্বুলেন্স।
৭. রাজধানীর আশপাশের জেলাগুলোতে ঝুঁকি নিয়ে যাচ্ছে মানুষ।