শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি রাশিয়ার

ভয়েসবাংলা প্রতিবেদক / ১০২ বার
আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২

ইউক্রেনে প্রথমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে রাশিয়া। দেশটির পশ্চিমাঞ্চলের অস্ত্র গুদামে শক্তিশালী হামলার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।

রুশ মুখপাত্র ইগোর কোনাশেনকোভ দাবি করেন, ‘ইউক্রেনের ভূগর্ভস্থের সামরিক স্থপনায় হাইপারসনিক প্রযুক্তির কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সেখানে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও সেনাদের বিমানের গোলাবারুদ সংরক্ষণ ছিল। সফলতার সঙ্গেই আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্রটি’।

রাশিয়ার সামরিক বাহিনীর তথ্যমতে, হামলায় ব্যবহৃত কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে। একইসঙ্গে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে।

রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় তাৎক্ষণিকভাবে ইউক্রেন সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শব্দের চেয়ে অন্তত পাঁচগুণ বেশি দ্রুত গতি সম্পন্ন যে কোনও প্রযুক্তিকে হাইপারসনিক বলা হয়ে থাকে।বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর