কলকাতাভিত্তিক টেলিভিশন জি-২৪ ঘণ্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, “আমি প্রপার সিঙ্গেল। একদম। দেখেই মনে হচ্ছে, আমি প্রপার সিঙ্গেল।”
ব্যক্তিগতভাবে তিনি ‘সিঙ্গেল’ হলেও পারিবারিকভাবে ‘সিঙ্গেল’ নন জানিয়ে শ্রাবন্তী বলেন, “আমার পরিবার আছে, আমার ছেলে আছে। তাদের সাথে আমি মিঙ্গেল।”
স্বামী রোশানের সঙ্গে দাম্পত্য জীবনের টানাপোড়েনের মধ্যে গত বছরের অক্টোবর থেকে আলাদা থাকছেন শ্রাবন্তী। এর মধ্যে পুরানো তিক্ততা ভুলে শ্রাবন্তীর সঙ্গে সংসারে ফিরতে জুনের প্রথম সপ্তাহে আদালতের শরণ নিয়েছেন রোশান সিং। আদালতেও হাজির হননি শ্রাবন্তী।
এর মাঝে অভিরূপ নাগ চৌধুরী নামে এক ব্যবসায়ীর সঙ্গে এ চিত্রনায়িকার প্রেমের খবর এসেছিল কলকাতার পত্রিকায়; প্রেমিককে ইনস্টাগ্রামে আনফলো করা নিয়ে চর্চার মধ্যেই নিজেকে ‘সিঙ্গেল’ বলে দাবি করলেন এ নায়িকা।
স্বামীর সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়ার নিয়ে এক প্রশ্নের জবাবে শ্রাবন্তী কোনো মন্তব্য করতে চাননি।
ভারতায় জনতা পার্টির (বিজেপি) টিকিটে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হেরে এবার চলচ্চিত্রে মনোযোগী হওয়ার পরিকল্পনার কথা বললেন তিনি।
“আপাতত আমি কাজ করতে চাইছি, সিনেমা করতে চাইছি। মানুষকে মনোরঞ্জন দিতে চাই। যেমনভাবে দিচ্ছিলাম। আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল। আমি মানুষের ম্যান্ডেট মেনে নিয়েছি। আপাতত আমি রাজনীতি নিয়ে ভাবছি না।”
২০১৯ সালের এপ্রিলে ভারতীয় একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার রোশন সিংয়ের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এর আগে পরিরিচালক রাজীব বিশ্বাস, মুম্বাইয়ের মডেল কৃষ্ণ ভিরাজকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী।