শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

আগস্ট মাস ঘিরে নিরাপত্তা হুমকি নেই: র‌্যাব ডিজি

রিপোর্টার / ১৪২ বার
আপডেট : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

আগস্ট মাসকে কেন্দ্র করে কোনও ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্কাবস্থায় রয়েছে র‌্যাব।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৩ আগস্ট) রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলায় জামিয়া ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসায় দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং যেকোনও অপতৎপরতা রোধে প্রস্তুত রয়েছি আমরা। এই আগস্ট মাসে জঙ্গিরা ইতোপূর্বে অনেক অঘটন ঘটিয়েছে। প্রতিবারই আগস্ট মাসকে কেন্দ্র করে দেশে সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট মিলে একসঙ্গে কাজ করি। আগস্ট মাসের সব ইভেন্ট যাতে নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে কাজ করি। র‌্যাবের গোয়েন্দা ইউনিটও এ ব্যাপারে তৎপর রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর