সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

আইপিএল : চেন্নাইয়-কলকাতা নাইট রাইডার্স ফাইনালে

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৩৭ বার
আপডেট : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ফাইনালে উঠেছে আর শিরোপা জেতা হয়নি, এমনটা ঘটেনি। দুইবার ফাইনাল খেলে দুইবারই জিতেছে শিরোপা। সেই হিসাব কষলে শিরোপা সংখ্যা এবার ‘তিন’ ধরতে অসুবিধা কী সাকিব আল হাসানদের?

কলকাতা যে পরিসংখ্যানে তৃপ্তি খুঁজছে, সেই পরিসংখ্যান গলায় কাঁটা হয়ে বিঁধছে চেন্নাই সুপার কিংস সমর্থকদের। ফাইনাল হারের রেকর্ড তাদের চেয়ে বেশি আইপিএলে কারও নেই। এবার দিয়ে নবমবার টি-টোয়েন্টি প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছে মহেন্দ্র সিং ধোনিরা। অথচ শিরোপা মোটে তিনটি। অর্থাৎ, আগে পাঁচবার ফাইনাল হারের দুঃখ বইতে হয়েছে তাদের। যদিও অতীত ইতিহাসের ব্যর্থতার খাতা ফেলে সাফল্যের আলোতে শিরোপা সংখ্যা ‘চার’ গুনতে দ্বিধা কীসের ধোনিদের?

শিরোপার হিসাব-নিকাশ আজই (শুক্রবার) চূড়ান্ত হয়ে যাবে। করোনার কারণে বন্ধ থাকায় এবারের আইপিএলের সময়টা দীর্ঘ হয়েছে। অনেক অপেক্ষা শেষে শ্রেষ্ঠত্বের মুকুট চেন্নাই না কলকাতার মাথায় উঠছে, জানা যাবে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়ে যাওয়া ফাইনালে। দুবাইয়ের বারুদে ফাইনাল সরাসরি দেখা যাবে গাজী টিভি ও স্টার স্পোর্টস ১ চ্যানেলের পর্দায়।

এই ফাইনাল খেলার কারণেই এখনও বাংলাদেশ দলে যোগ দেননি সাকিব। যদিও কলকাতার একাদশে তার সুযোগ পাওয়াটা ‘যদি’ ‘কিন্তু’র ওপর দাঁড়িয়ে। আন্দ্রে রাসেল ফিট হয়ে উঠলে কপাল ‍পুড়তে পারে বাংলাদেশি অলরাউন্ডারের। হ্যামস্ট্রিং চোটে কেকেআরের শেষ ছয় ম্যাচ খেলতে পারেননি ক্যারিবিয়ান হার্ডহিটার ব্যাটার। ফাইনালেও তাকে নিয়ে সংশয় আছে। তবে রাসেল ফিরলে সাকিবের বাদ পড়ার সম্ভাবনাই বেশি।

যদিও কলকাতার কোয়ালিফায়ার খেলার পথে সাকিবের অবদান অনেক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এলিমিনেটর ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ের পর রান তাড়া করতে নেমে গুরুত্বপূর্ণ সময়ে তার বাউন্ডারিতেই জয়ের পথ তৈরি হয়েছিল কলকাতার। যদিও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কোয়ালিফায়ারে সুবিধা করতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার। রাসেল ফিট হয়ে না উঠলে ফাইনালেও দেখা যেতে পারে সাকিবকে।

চেন্নাই-কলকাতা এর আগেও মুখোমুখি হয়েছিল ফাইনাল। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ের শিরোপা নির্ধারণী মঞ্চে দল দুটি খেলেছিল ২০১২ সালে। সেবারের লড়াইয়ে চেন্নাইয়ের হৃদয় ভেঙে উৎসব করেছিল কলকাতা। এবারের লড়াই জিতবে কে, জানা যাবে আজই!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর