শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন

অন্তর্ভুক্তিমূলক সরকারে আপত্তি নেই তালেবানের, তবে নির্বাচন নয় : মুখপাত্র

ভয়েস বাংলা প্রতিবেদক / ২৬১ বার
আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকারে আপত্তি নেই তালেবানের। এরইমধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে নারীদেরও যুক্ত করা হবে। তবে নির্বাচনভিত্তিক সরকার জনগণ কখনও মেনে নেবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আফগান জনগণের এই আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাতে হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন। মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের পর শনি ও রবিবার প্রথমবারের মতো তালেবানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় এই আলোচনা শুরুর প্রাক্কালে অন্তর্ভুক্তিমূলক সরকার ও নির্বাচন নিয়ে নিজ দলের অবস্থান স্পষ্ট করলেন সুহাইল শাহিন।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলে প্রবেশ করে তালেবান। পালিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি। এক পর্যায়ে তালেবানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আফগানিস্তান ছাড়ে মার্কিন বাহিনী। ২০ বছর পর দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর তালেবানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দোহায় অবস্থানরত তালেবান মুখপাত্র সুহাইল শাহিন বার্তা সংস্থা এপি-কে বলেন, আলোচনায় ২০২০ সালে স্বাক্ষরিত তালেবান-ওয়াশিংটন শান্তিচুক্তি পুনর্বিবেচনা হবে। ওই চুক্তিই মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের পথ সুগম করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর