সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন

অগ্রাধিকার পাবে পিএসসির পরীক্ষা

ভয়েসবাংলা প্রতিবেদক / ৩১২ বার
আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

বিসিএস ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার অধিদপ্তর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে এ নির্দেশনা দিয়ে পাঠানো চিঠিতে বলা হয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরিচালিত বিসিএস পরীক্ষা জাতীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। পরীক্ষা নিতে কর্ম কমিশনের নিজস্ব কোনো অবকাঠামো নেই। তাই প্রতি বছর বিসিএস পরীক্ষাসহ জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা নিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। পিএসসিকে সহযোগিতা করা অগ্রাধিকার কাজ। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধানকে বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে পিএসসির পরীক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।

অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, সম্প্রতি দেখা গেছে একই সময়ে একটি কেন্দ্রে অন্য নিয়োগ পরীক্ষা সিডিউল আগেই সেটআপ করেছে। ভবিষ্যতে যাতে এমন না হয় এবং পিএসসির পরীক্ষায় অগ্রাধিকার দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর